সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও অসহায় লোকজনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্রস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটি (ইনক)।
১ অক্টোবর মঙ্গলবার বিকেলে সেনবাগের জামালপুর গ্রামস্থ মরহুম সফি সাহেবের বাড়ির দরজায় মসজিদ মাঠে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্রস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন যুক্তরাষ্ট্রস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা শরিফ উদ্দিন হারুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আবদুল আজিজ, আবদুল মান্নান পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় দু:স্থ ও অসহায় ১৮০ জন নারী-পুরুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বসবাসরত সেনবাগের ব্যক্তিত্ব শরিফ উদ্দিন হারুন, কবির আহম্মেদ,জসিম উদ্দিন, জাহাঙ্গীর হোসাইন, নিজাম উদ্দিন টিপু,মোয়াজ্জেম হাচান কাজল, মাঈন উদ্দিন বাবলু, তাজুল ইসলাম মামুন, হেলাল উদ্দিন, ফজলুল হক,নজরুল ইসলাম মিলনসহ সেনবাগের আরও অনেক ব্যক্তিদের নিয়ে গঠিত যুক্তরাস্ট্রস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটি ( ইনক) বন্যা পরবর্তী সেনবাগের বিভিন্ন গ্রামে অসহায়দের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা করে যাচ্ছে, যা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available