এম খায়রুল ইসলাম পলাশ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। ৮ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার ১ নং সাতুরিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ ঘটনা ঘটে।
রাজাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদারসহ উপজেলা যুবলীগের একাংশ সাতুরিয়া ইউনিয়নে বর্ধিত সভায় অতিথি হিসেবে অংশ নেয়। বর্ধিত সভা শুরু হওয়ার আগ মুহুর্তে উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোমেন মৃর্ধা, কবির হোসেনসহ কয়েকজন নেতাকর্মী অনুষ্ঠান স্থলে প্রবেশ করে অনুষ্ঠানের ব্যানার ছিড়ে ফেলে এবংচেয়ার ছোড়াছুড়ি শুরু করে।
পরে জড়িয়ে পরে হাতাহাতি ও মারামারিতে। এ ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ কর্মী রতনসহ অন্তত চারজন আহত হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফকরুল ইসলাম জানায় , নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পুলক চন্দ্র রায় জানান, সাতুরিয়া ইউনিয়নে যুবলীগের বর্ধিত সভায় নিজেদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবরপেয়ে রাজাপুর থানা পুলিশ ঘনটাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available