• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইটনায় রঙতুলির ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে দুর্গা প্রতিমা

২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৮:৪৪

ইটনায় রঙতুলির ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে দুর্গা প্রতিমা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পূজার আনুষ্ঠানিকতা শুরু হতে আর কয়েকদিন বাকি। সাদা মেঘের ভেলা আর দিগন্তজুড়ে কাশফুল জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনের কথা। তবে নিজেদের প্রধান ধর্মীয় এ উৎসবকে ঘিরে এখন আনন্দে উদ্বেলিত কিশোরগঞ্জের ইটনা উপজেলার সনাতন সম্প্রদায়ের লোকজন।

এরই মধ্যে প্রতিমাগুলো রঙ দিয়ে প্রস্তুত করে রেখেছে মৃৎশিল্পীরা। অন্যদিকে রঙবেরঙের সাজে সেজেছে মন্দিরের চারপাশ। দুর্গা উৎসবকে কেন্দ্র করে বাজারের কাপড়-চোপড়ের দোকানে বেড়েছে বেচাকেনা। উপজেলার বিভিন্ন মন্দিরে ঘুরে দেখা যায়, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ছোট-বড়-বয়স্ক সকলের মাঝে একটা উৎসব বিরাজ করছে।

পূজামণ্ডপে দ্রুতগতিতে চলছে দুর্গোৎসবের প্রস্তুতির কাজ। দম ফেলার ফুরসত নেই কারিগর থেকে শুরু করে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা প্রতিষ্ঠানগুলোর। মণ্ডপে মণ্ডপে কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও।

ইটনা নগরহাঁটি পূজা মণ্ডপের সহ-সভাপতি তপন শাহা জানান, আমাদের এই মন্দির সার্বজনীন দুর্গোৎসব ৬ষ্ঠতম পূজা উদযাপন হচ্ছে। ইতোপূর্বে কোনো ধরনের ঝামেলা হয়নি। আশা করি, এই বছর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমাদের মন্দিরে রঙ এবং প্রতিমার কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এখন পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করেছে পূজা উদযাপন পরিষদ।

ইটনা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৌশিক দেবনাথ জয় জানান, চলতি বছরে উপজেলার ৯টি ইউনিয়নে ২৯টি মন্দিরে সার্বজনীন দুর্গোৎসব পালিত হচ্ছে। ইতোমধ্যে সকল মন্দিরে প্রতিমার কাজ শেষ হয়েছে। এখন পূজার প্রস্তুতি চলছে। বিগত বছরের মতো এই বছর সুন্দর সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. দিলশাদ জাহান বলেন, শারদীয় দুর্গোৎসব উদযাপনের নিরাপত্তার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল মন্দিরে লোকজনের সাথে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫