ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক নিয়ে দুই মাদক কারবারিসহ ৪ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার যৌথবাহিনী পৌর শহরের রাণীবাজার ও ঘোড়াকান্দা এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ঘোড়াকান্দা এলাকার সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মৃত সাত্তার মিয়ার ছেলে যুবলীগ নেতা সাইফুল মিয়া (৩৩), ঘোড়াকান্দা এলাকার আলতাফ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জুনাইদ মিয়া (৩৫), ভৈরবপুর দক্ষিণপাড়ার মৃত শাহজাদা মিয়ার ছেলে আশরাফু্ল আলম বিজন ও তার ভাই শাওন মিয়া।
ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজেদুল ইসলাম জানান, বন্দর নগর ভৈরবে মাদকের ট্রানজিট রোড হিসাবে খ্যাত শহরের মাদকের ভয়াবহতা রোধে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ গঠিত যৌথ বাহিনীর পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শহরের রানী বাজার এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়।
এসময় তার দেয়া তথ্যমতে মাদক ব্যবসায়ী সাইফুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৫ প্যাকেট গাঁজা, ১৮৪ বোতল ফেন্সিডিল, ৩০৭ বোতল স্কাফ ও ২২ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়াও তার প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে সাইফুলের দেয়া তথ্যমতে পৃথক অভিযানে ২ অক্টোবর বুধবার সকালে ঘোড়াকান্দা এলাকায় বাবুল মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেন্সিডিলসহ জুনায়েদ মিয়াকে আটক করা হয়।
অপর একটি যৌথ অভিযানে ভৈরবের শীর্ষ দুই সন্ত্রাসী বিজন ও তার ভাই শাওনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আজ বুধবার দুপুরে থানা পুলিশের মাধ্যমে তাদেরকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available