পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে বিএনপি অফিস ভাঙচুর ও আগুন সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ২০০-৩০০ জনের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা হয়েছে।
২ অক্টোবর বুধবার রাতে উপজেলা যুবদলের সদস্য মো. আসাদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মিন্টু (৪০), যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির (৫৬), গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মিন্টু ফকির (৪৫) এবং আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুহিদ মাহামুদ (৩৫)।
এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনি দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রিপন, যুবলীগ নেতা মো. মাশরুল আলম রাজীব, স্বাধীন আইচ সরকার ও স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক মো. তানজিম আহমেদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available