নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় জড়িত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে র্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৪ আগস্ট সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালান ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান।
ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় জড়িত মাহবুবুর রহমানকে (৫৮) আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব ১৪।
এরই ধারাবাহিকতায়, তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় আসামীর অবস্থান শনাক্ত করে র্যাব। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ২ অক্টোবর দিবাগত রাত দেড়টায় কোতোয়ালী থানাধীন সানকিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাহবুবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার মাহবুবুর রহমান ময়মনসিংহ কোতোয়ালী থানার একটি (মামলা নং-২৯, তাং-১৮/০৯/২০২৪খ্রি., ধারা -৩০২/১০৯/৩৪ দ. বি.) মামলার পলাতক আসামি ছিলেন।
হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানায় র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available