শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবায়ন উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে। তাই ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরা সম্পন্ন নিষেধ থাকবে। এসময় হলো ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই এই সময়টায় সকলকে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়। মা ইলিশ রক্ষায় ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা এবং কারাদণ্ড ছাড়াও উভয় দণ্ডের বিধান রয়েছে।
সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান প্রমুখ।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় এবারের অভিযান কঠোরভাবে পরিচালনা করা হবে। অন্য বছরের তুলনায় এ বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা কঠোরভাবে মনিটরিং করব। অভিযান চলাকালে আমরা কোনো জেলেকে নদীতে নামতে দিব না। যদি কেউ আইন অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, এই সময়টাতে যতগুলো বরফ কল আছে তা বন্ধ থাকবে। লোকাল যে বাজারগুলোতে অবৈধভাবে ইলিশ বিক্রি হয়, সেসব বাজার আমরা মনিটরিং করব। শুধু বিক্রেতা নয়, রাস্তায় যদি ক্রেতাদের কাছ থেকেও ইলিশ পাওয়া যায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। টাস্কফোর্সের সঙ্গে সঙ্গে যেন সেনাবাহিনী ওই সব অবৈধভাবে ইলিশ বিক্রির ঘাটগুলোতে যায় সেজন্যে অনুরোধ করব। ২৪ ঘণ্টাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। যেসব নদীর শাখা মুখ রয়েছে সেসব স্থানে কঠোর নজরদারি করতে হবে। কোনোভাবেই নদীতে ড্রেজার চলবে না। এ ছাড়া জেলেদের সঙ্গে মতবিনিময় সভা অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available