বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে হাউজ বিল্ডিং এলাকার ইউনুস হুজুরের বাড়ির বিপরীত দিকের সরকারি রাস্তার উপর থেকে শতবর্ষী পুরানো একটি শিরিষ গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সরকারি এ গাছটির আনুমানিক মূল্য হবে ৬০ থেকে ৭০ হাজার টাকা। গাছটি কেটে নিয়ে ওই স্থানে বালু দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। উক্ত গাছ লোপাটের সাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর কুমার শীল এর সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
শতবর্ষী এ গাছটি দুই দিন ধরে কাঁটতে ৩-৪ জন শ্রমিক কাজ করেছে। গত বুধবার দিবাগত রাতে ট্রলিযোগে গাছটি কয়েকটি টুকরা করে নিয়ে যাওয়া হয়। গত বৃহস্পতিবার সকালে গাছের গোড়াটি বালু দিয়ে ভরাট করা দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ফকিরহাট উপজেলার নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর কুমার শীল প্রতিদিন এই রাস্তা দিয়ে তার বাড়ি যাতায়াত করেন। ওই গ্রামেই তার বাড়ি। তিনি একাধিকবার মোটরসাইকেল থামিয়ে গাছ কাটা শ্রমিকদের সাথে কথা বলেছেন। ঐ স্থানের পাশে থাকা একটি চায়ের দোকানে বসে একাধিকবার এ ঘটনা দেখেছেন।
এ বিষয়ে তারা আরও জানান, প্রবীর কুমার শীলকে দেখে তারা ভেবেছিলেন গাছটি সরকারি নির্দেশে গাছটি কাটা হচ্ছে অথবা সরকারি টেন্ডারে আইন মেনে গাছটি কাটা হচ্ছে। কিন্তু পরবর্তীতে জানা গেছে, গাছটি দুইজন প্রভাবশালী নেতা এবং প্রশাসনিক কর্মকর্তা প্রবীরের সাথে যোগসাজশে কেটে নিয়ে গেছে। প্রবীর শীল বিগত সরকারের আমলে আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার সাথে সুসম্পর্ক গড়ে ইচ্ছা মতো অফিস চালাতেন। একই উদ্দেশ্যে এখনও কিছু প্রভাবশালী নেতাদের সাথে সুসম্পর্ক গড়ার জন্য তিনি এসব কাজ করছেন। তার রুমে একটি রাজনৈতিক দলের কিছু নেতাদের নিয়ে নিয়মিত আড্ডা হয়।
এসব কারণে গাছ কাটার বিষয় নিয়ে প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ বা কারো কাছে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। চায়ের দোকানে তাদের মধ্যে কথোপকথন শুনে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের জন্য আনুষ্ঠানিকভাবে জানতে চাইলে তারা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। তবে তার বিরুদ্ধে পূর্বেও অনেক অভিযোগ রয়েছে যে সাধারণ মানুষের কাছ থেকে পান খাওয়ার বিনিময়ে কাজ করেছেন যদি না দিতো তাহলে হয়রানির শিকার হতে হয়েছে দলীয় প্রভাবের কারণে কেউ কিছু বলতে সাহস পাইনি তখন।
এ অভিযোগের বিষয়ে জানার জন্য ওই প্রশাসনিক কর্মকর্তা প্রবীর শীলের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available