সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে ছাত্র হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি আল-আমিন ওরফে অন্তরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার আল-আমিন ওরফে অন্তরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল-আমিন ওরফে অন্তর সাভার মধ্যে গেন্ডা মোল্লা মার্কেট এলাকার শফি উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় আরও দুটি ইয়াবা মামলা রয়েছে।
পুলিশ জানায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের স্বজন বেশ কিছু মামলা দায়ের করেছেন। তারই একটি মামলায় আল-আমিন এজাহারভুক্ত আসামি। রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল বলেন, আল-আমিনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যা মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারীরা গত ৪ ও ৫ আগস্ট সাভারে জমায়েত হতে থাকে ছাত্রজনতা। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এঘটনায় সাভারের আশুলিয়ায় অর্ধশতাধিক ছাত্র-জনতা শহীদ হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available