পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ৪ অক্টোবর শুক্রবার সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে পুলিশের কাছে উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ছামিউল হকের কাছে অস্ত্র হস্তান্তর করেন।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, গত ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় গোপন সূত্রে জানা যায় যে, পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকায় পরিত্যক্ত একটি নির্মাণাধীন বাড়িতে অস্ত্র রয়েছে যা অত্যাধুনিক অস্ত্র বলে সূত্র দাবি করেন। এই তথ্যের ভিত্তিতে ২৮ ইস্ট-বেঙ্গল এর অধিনায়কের নির্দেশক্রমে বিএ-৮৪৭৩ মেজর জিহান উদ্দিন আহমেদ খাঁন এর নেতৃত্বে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় ১টি বিশেষ টহল দল যায়।
টহল দলের কিছু সংখ্যক সদস্য বাড়ির চারপার্শ্বে কর্ডন পূর্বক এবং অন্যান্য সদস্যরা বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি দল জায়গাটির বিভিন্ন স্থানে আনুমানিক ২ ঘণ্টা তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে মাটির নীচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রাইফেল বিডি-০৮ (বডি নংঃ খ-০৮৭৮৩, ম্যাগাজিন ছাড়া) উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার হতে লুণ্ঠনকৃত অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। এসময় কোনো দুষ্কৃতকারী বা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সারোয়ার আলম, লেফটেন্যান্ট কাজী সাদমান, ক্যাপ্টেন দ্বীন মোহাম্মদসহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available