• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০২:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০২:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দাগনভূঞায় বৈদ্যুতিক ছেঁড়া তারে ২ শিশুর মৃত্যু

৪ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:২৭:০১

দাগনভূঞায় বৈদ্যুতিক ছেঁড়া তারে ২ শিশুর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়ন পশ্চিম ধর্মপুর গ্রামে জমিতে ছেঁড়া তার পড়ে থাকা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্টে নাজিবা আক্তার (৭) ও আশ্রাফুল ইসলাম নিলয় (১০) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  নিহত দুই শিশু সম্পর্কে চাচা ভাতিজি।

নিহতের পিতা আলা উদ্দিন জানান, আমার ছেলে নিলয় হোসেন (১০) এবং আমার ছোট ভাই সালা উদ্দিনের মেয়ে নাজিবা আক্তার (৭) ৪ অক্টোবর শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় আমাদের বসত বাড়ির দক্ষিণ পাশে রফন মিয়ার খালী জমিতে লাকড়ি খুঁজতে গেলে সেখানে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারের মধ্যে লেগে বিদ্যু স্পৃষ্ট হয়ে প্রথমে আমার ভাইয়ের মেয়ে নাজিবা আক্তার  বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গেলে তার সাথে থাকা আমার ছেলে নিলয় হোসেন ও বিদ্যুতের তারের সাথে জড়াইয়া বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলে মৃতবরণ করে।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে দেখতে পাই। তখন বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে বিদ্যুতের লাইন বন্ধ করে তাদেরকে উদ্ধার করে স্থানীয় দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশুদের মরদেহ ময়নাতদন্তের বিষয়ে পরিবারের পক্ষে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পরিবার ও স্থানীয়দের লিখিত আবেদনের ভিত্তিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

দাগনভূঞা পল্লি বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জাহাঙ্গির আলম জানান, সকালে বৃষ্টি ও বাতাসের কারণে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যায়। শিশু দুটি লাড়কি খুঁজতে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধসহ আমাদের লোকজন ঘটনাস্থলে যান এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং নিহত দুই শিশুর পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫