নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ গত ২৪ ঘন্টা বিশেষ অভিযান চালিয়ে ৮ জন আসামিকে গ্রেফতার করেছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতভর নবাগত ওসি মুহাম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় এসআই (নি.) মো. আশরাফুল আলম, এসআই (নি.) আক্কাস আলী, এসআই (নি.) মো. বাছির আলম, এএসআই (নি.) মোখলেছার রহমান, এএসআই (নি.) মো. জাহাঙ্গীর আলম, এএসআই (নি.) রমজান চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ নবীগনর থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালানা করেন। গ্রেফতারি পরোয়ানা মূলে ৮ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যেতে আমরা বদ্ধপরিকর। কোথাও কোন মাদক ব্যবসার সন্ধান পেয়ে থাকলে আপনারা তথ্য উপাত্ত দিয়ে সহযোগীতা করবেন।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীনগর থানায় সকল পূজামণ্ডপ কঠোর নিরাপত্তা চাদরে বেষ্টিত থাকবে।
প্রতীমা তৈরির স্থান ভোলাচং এলাকা পরিদর্শনসহ সার্বিক পরিস্থিতি সংক্রান্তে খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available