মোঃ আনোয়ার হোসেন, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: পাটুরিয়া ঘাটে জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল রোববার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা রিভারভিউর কনভেনশন হল রুমে সড়ক, নৌ,পথের যানযট নিরাসন, যাত্রী, যানবাহন দ্রুত পারাপার ও আইন শৃঙ্খলা সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। এসময় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছাতে সার্বহ্মণিক কাজ করে যাবো।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশকে তৎপর থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল মারুফা নাজনিন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান, শিবালয় থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ্ নূর এ আলম, লঞ্চ ও স্পীডবোর্ট মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস , বিআইডব্লিউটিএ, কর্মকর্তা বিআইডব্লিউটিসি কর্মকর্তাবৃন্দ, ঘাট মালিক কর্তৃপক্ষ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available