লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি: সরকারি ২৫০ মেট্রিক টন সরকারি চাল চুরি করে আত্মগোপনে থাকা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদাম কর্মকর্তা খাদ্য পরিদর্শক ফেরদৌস আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
৫ অক্টোবর শনিবার উপজেলার দলগ্রাম ইউনিয়ন দিয়ে ভারত সীমান্তে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। আগের দিন ৪ অক্টোবর শুক্রবার এ ঘটনায় উপজেলা খাদ্যনিয়ন্ত্রক এনামুল হক কালীগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ফেরদৌস আলমের বিরুদ্ধে।
চুরি হওয়া ২৫০ মেট্রিক টন চালের মধ্যে দুই দফায় অভিযান চালিয়ে ৫৪ মেট্রিক টন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় উপজেলার অন্তত আট জন মিল মালিকের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদামের কর্মকর্তা (ওসি এলএসডি) খাদ্য পরিদর্শক ফেরদৌস আলম গত ৩ অক্টোবর বৃহস্পতিবার ভোরে ২৬টি ট্রলিতে করে গুদাম থেকে ২৫০ মেট্রিক টন চাল সরিয়ে লাপাত্তা হন। যার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। শুক্রবার সকালে এমন গোপন খবরে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।
এছাড়া এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, আগামী ৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, পলাতক থাকা গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ দুদকেও মামলা করা হবে। যেসব গুদাম থেকে দুই দফায় চাল উদ্ধার করা হয়েছে সেই গুদাম মালিকদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, তদন্ত কমিটির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবশিষ্ট চাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available