নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। ধর্মীয় বিভেদ, বর্ণ ও শ্রেণিবৈষম্য ভুলে সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদের। তবেই শহীদ ছাত্র-জনতার আত্মা শান্তি পাবে।
৫ অক্টোবর শনিবার বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয়ে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সালমা ইসলাম আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে দলমত, ভেদাভেদ বাদ দিয়ে এ উৎসব পালন করুন। হিন্দু সম্প্রদায়ের এ উৎসবকে নির্বিঘ্নে পালন করতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক শান্তির নিবাস দোহার-নবাবগঞ্জ। এই সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।
এ সময় তিনি দোহার-নবাবগঞ্জ উপজেলার ২২১টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে প্রতিটি মন্দিরের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সহ-সভাপতি আসাদুর রহমান রানা, রিপন মোল্লা, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, উপদেষ্টা টিপু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় পার্টি নেতা মো. ওয়াসিম, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা শ্রী কৃষ্ণ সাহা, শুভ্র তালুকদার, বিনয় কুমার সরকার প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available