লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি হয়েছেন।
৬ অক্টোবর রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এর আগে গত ৫ অক্টোবর শনিবার তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
পরে স্ট্যাটাস বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে উর্মি জানান, পোস্টটি ডিলেট হয়নি ওনলি মি করেছি। দায়িত্বশীল জায়গা থেকে আপনি কি বোঝাতে চাচ্ছেন? জবাবে তিনি বলেন, আমি যখন দেখব আমার দেশের উপর থ্রেট চলে আসতেছে আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলার প্রতি সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। আমি চাই না, আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক। আমার যাদেরকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি আর আমার পোস্ট আমি সেভাবেই দিয়েছি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, রিসেট বাটন পুশ করা এর মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আর আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে অতীত সবই মুছে ফেলা এর মানে কি? তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশের গভর্মেন্ট হিসেবে আছে। আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে বলছি, বাংলাদেশ দাঁড়িয়ে আছে ৩০ লক্ষ শহীদের রক্তের উপর। গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রুফ হয়নি তো। বিচার হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে। কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে কেউই মুছে ফেলতে পারে না। আমার কথা এটাই। এজন্য যদি আমার চাকরি চলে যায়, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হতে পারবো না, এটা সম্ভব না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available