বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেল স্টেশন হয়ে নিয়মিত ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামগামী কয়েকটি লোকাল ও আন্তঃনগর ট্রেন চলাচল করে। প্রতিদিনই এখানে সহস্রাধিক যাত্রী ওঠানামা করে।
গুরুত্বপূর্ণ এ স্টেশনের একমাত্র পানির ব্লকটির অবস্থা খুবই বেহাল। দীর্ঘদিন ধরে স্যাঁতসেঁতে, শ্যাওলাযুক্ত ও নোংরা অবস্থায় রয়েছে এটি। যাত্রীরা এখান থেকে পানি পান করতে ভয় পান। ফলে মাঝেমধ্যেই দূর-দূরান্তের যাত্রীরা পড়েন চরম বিপাকে।
প্ল্যাটফর্মে অপেক্ষারত কয়েকজন যাত্রী জানান, চরম পিপাসা পেলেও কিছু করার নেই এখানে। লোক দেখানো একটি পানির ব্লক আছে। অথচ, মনে হচ্ছে, কখনই এটা পরিষ্কার করা হয় না। জীবাণুমুক্ত পানির পরিবর্তে জীবাণুযুক্ত পানি পাওয়া যায় এখানে।
আরেক যাত্রী আফসোস করে বলেন, সরকারি টাকায় এখানকার কর্মকর্তা-কর্মচারীরা মাস শেষে ঠিকই বেতন নিচ্ছেন। অথচ, পানির ব্লকটি পরিষ্কার করতে এদের কষ্ট লাগে।
এ বিষয়ে জানার জন্য স্টেশনে কোনো দায়িত্বরত অফিসারকে পাওয়া যায়নি। সবগুলো রুম তালাবদ্ধ ছিলো। স্টেশন মাস্টারও কাউন্টারে না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available