• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩২:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩২:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হালুয়াঘাটে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

৭ অক্টোবর ২০২৪ রাত ০৮:৫৯:১৩

হালুয়াঘাটে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর, কৈচাপুর ও ধারা ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

৭ অক্টোবর সোমবার সকাল থেকে দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী এরশাদুল আহমেদের সাথে হালুয়াঘাটের বন্যা পরিস্থিতি, সরকারি ত্রাণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেন।

সকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট সদর ইউনিয়নের খন্দকপাড়া,কালিয়ানিকান্দা, চিলাবিল কৈচাপুর ইউনিয়নের পাগলপাড়া, দর্শা গ্রামের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করে দুর্গত মানুষের মাঝে চাল, মুড়ি, চিড়া, তেল, শিশু খাদ্য, রান্না করা খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় বন্যাদুর্গত মানুষের উদ্দেশ্যে এই বিএনপি নেতা ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান। তিনি সরকারের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেয়ার এবং ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পুনঃনির্মাণ, আগামী ফসল না ওঠা পর্যন্ত সহযোগিতা প্রদান, ক্ষতিগ্রস্ত গরু, মাছ ও মুরগী  খামারিদের শর্তহীন সুদমুক্ত ঋণ প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদান এবং ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট, বাধ সংস্কার করার আহ্বান জানান ।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এখন পর্যন্ত সরকারি ত্রাণ অপ্রতুল। তিনি বলেন, বিএনপি সাধ্য মতো অসহায় মানুষকে সহযোগিতা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা পরিচালনা করছে।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, সদস্য আসলাম মিয়া বাবুল, হাফেজ আজিজুল হক, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, শমসুল ইসলাম শামস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান ,হুমায়ুন কবির, তারিকুল ইসলাম চঞ্চল , যুবদল নেতা আবদুল মালেক, মোতালেব হোসেন , আবদুল মালেক সোহান, ইমরান জাহিন সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,,সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, মির্জা তায়েব, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, স্থানীয় নেতা হাবিবুর রহমান, সায়েদুর রহমান, আবদুর রশিদ,রিপন মিয়া , ওয়ারেস মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫