মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মেঘনা নদী থেকে ৬২৫ কেজি জাটকাসহ একটি স্পিডবোট জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় মো. ফরহাদ নামে একজনকে আটক করা হয়। আটক ফরহাদ শরীয়তপুরের জাজিরা এলাকার বাসিন্দা।
৯ এপ্রিল রোববার দুপুরে চরউমেদ এলাকায় অভিযান চালিয়ে স্পিডবোটসহ বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।
নৌ পুলিশ মোহনপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এশিয়ান টেলিভিশন অনলাইনকে জানান, দীর্ঘদিন নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেরা স্পিডবোট দিয়ে মেঘনা নদী থেকে জাটকা মাছ পরিবহন করে আসছে। নৌ পুলিশ সকল সদস্যরা তাদেরকে নজরদারিতে রারেছে। নৌ পুলিশ মোহনপুর অভিযান পরিচালনা করে অনেক চেষ্টার মাধ্যমে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, অভিযান কালে মাছভর্তি স্পিডবোট নৌ-পুলিশের নজরে পড়ে। সেই বোটটিকে ধাওয়া করে স্পিডবোটসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এতে জাটকার বড় চালান ধরা পড়ে। আটক জটকার পরিমাণ ৬২৫ কেজি। মেঘনার এসব জাটকা মাওয়াঘাটে নিয়ে আড়তে রাখা হত।
তিনি আরও বলেন, জব্দ করা জাটকা মোহনপুর এলাকার এতিমখানা ও দুস্থ-অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা করা হয়েছ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available