• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৭:০৪ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৭:০৪ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেত্রকোনায় বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

৮ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৩৫:৩৫

নেত্রকোনায় বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। 

৭ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে চারপাশ পানির মধ্যেই সড়কের পাশে তাকে দাফন করা হয়েছে। 

নিহত রুসমত খান শ্রীপুর গ্রামের মৃত আক্তার খানের ছেলে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন। 

জানা গেছে, দুপুরের দিকে পানিতে ডোবা পুকুরপাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে স্রোতে ভেসে যান। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। 

উল্লেখ্য, টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর, রাস্তা, পুকুর, ফসলি জমি পানিতে প্লাবিত হয়েছে। 

নিহতদের ভাতিজা আলাল খান বলেন, ‘পানিতে পুকুর ডুবে পাড়ে বুকসমান পানি। কোনোদিকে পুকুরের গভীর বোঝার উপায় নেই। এই পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশেই পানি। সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।’ 

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন বলেন, ‘আমি খোঁজ-খবর নিয়েছি। আজ সকালে দাফন করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮