গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের একাধিক মামলার আসামি ভাঙারি মিলনকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের পর মন্ত্রী-এমপিদের মতো গা ঢাকা দিয়ে সে আত্মগোপন ছিল।
৭ অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে গাছা থানার অফিসার ইনচার্জ আলী রাশেদের নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. সুমন খানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে গাছা থানা এলাকায় বোর্ড বাজার বড় মসজিদ রোড মেম্বার বাড়ি সংলগ্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামি হলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য ফরহাদুল ইসলাম মিলন ওরফে ভাঙারি মিলন (৪০)।
গাছা থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান জানান, ফয়জুল ইসলাম মিলন এলাকার শীর্ষ সন্ত্রাসী এলাকার আতঙ্ক হিসেবে বিরাজ করছিল। ভাঙারি মিলনের নামে মামলা, জিডি ও অভিযোগের অভাব নেই।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সুমন খান বলেন, মিলনকে গ্রেফতারের পর বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available