কক্সবাজার প্রতিনিধি: নৌবাহিনীর অভিযানে কক্সবাজারের কুতুবদিয়ায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ৮ অক্টোবর মঙ্গলবার কক্সবাজারের কুতুবদিয়া নৌ কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আলী আকবর ডেইল, তাবালের চর, কৈয়ারা বিল, উত্তর ধূরুং ও লেমশিখালী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে স্থানীয় জলদস্যু ও ডাকাত দলের চার সদস্য ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত, সুজা উদ্দিন, সাহেদ ও নেসারকে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল, ৬টি কার্তুজ, ৮টি তাজা গোলা, ২টি এমটি কার্টিজ, ২টি চাপাতি এবং উল্লেখযোগ্য সংখ্যক দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
এদের নামে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। পরে উদ্ধার করা অস্ত্রসহ তাদের কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available