লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর উপজেলার হাড়িভাঙ্গা তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর মালবিহীন একটি চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করলে রুমে ঘুমিয়ে থাকা ১৪ জন শিক্ষার্থী আহত হয়।
১০ অক্টোবর বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থী মুরসালিন (১২) নোমানসহ (১১) ৪ জন শিক্ষার্থীর অবস্থা আশংকাজনক।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো পড়াশোনা শেষে রাতে ঘুমিয়ে পড়ে শিক্ষার্থীরা। রাত ৩টার দিকে হঠাৎ মালবাহী চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে মাদ্রাসার দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এসময় ভাঙা দেয়ালের ইট ঘুমন্ত শিশুদের শরীরের উপরে পড়ে। এতে অল্পের জন্য বেঁচে যায় অনেকে। তবে আহত হয় ১৪ জন শিক্ষার্থী। এদের ৪ জনের অবস্থা আশংকাজনক।
মাদ্রাসা কমিটির সদস্যরা জানায়, মহাসড়ক থেকে মাদ্রাসাটি কাছাকাছি হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ভবন কর্তৃপক্ষ যদি মাদ্রাসার সামনের অংশে গাইড ওয়াল অথবা গার্ডার নির্মাণ করে দেয় তাহলে ঝুঁকি কমবে। মাদ্রাসা ছাত্রদের কয়েকজন জানায়, তারা সব সময় আতঙ্ক ও ভয়ের মধ্যে থাকে। প্রায়ই তারা রাতে যানবাহনের হর্ন বাজানো উচ্চ শব্দে ঘুম থেকে চমকে উঠে। তারা নিজেদের নিরাপত্তার দাবি জানান।
মাদ্রাসার শিক্ষক ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীর সবার বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে।
লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের জানান, ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মাদ্রাসার একটি কক্ষে ঢুকে পরে। এতে আহত হয় ১৪ জন শিক্ষার্থী। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available