চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাসনে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হাবিবুল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর বুধবার রাতে চরফ্যাশন-দক্ষিণ আইচা মহাসড়কে কাশেমগঞ্জ বাজারের দক্ষিণপাশে বিদ্যুৎ স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুল্লাহ চরফ্যাশন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মুজাম্মেল হকের ছেলে। তিনি এওয়াজপুর ইউনিয়নের নাসির চেয়ারম্যান বাড়ির দরজার শামসুল উলুম নুরানি ও হাফিজি মাদ্রাসার সহকারী শিক্ষক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাবিবুল্লাহ পৌরসভার ২নম্বর ওয়ার্ড তার বাড়ি থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে মাদ্রাসায় আসার সময় কাশেমগঞ্জ বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ স্টেশনের সামনে আসলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার সময় উলটো দিক থেকে আরো একটি অটোরিকশা আসলে অসাবধানতাবশত বেপরোয়া গতির মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এসময় মাদ্রাসা শিক্ষক হাবিবুল্লাহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available