মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দির ও বাজারের শ্রী শ্রী লক্ষ্মী মন্দির পরিদর্শন করেন তিনি।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) লিটন ঢালী, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস রহমান, মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজকে মানিকগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি। আগামীকাল শরীয়পুর ও পরের দিন মাদারীপুরে পূজামণ্ডপগুলো পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে। মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ, জেলার পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে পূজা উদযাপনের ক্ষেত্রে মণ্ডপগুলোতে নিরাপত্তার সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়েছি। মানিকগঞ্জে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বা ঘটার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জেলা পুলিশ।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পরামর্শ থাকবে যে, এই শান্তিপূর্ণ পরিবেশের সুযোগে কোনো দুষ্টচক্র যেন বিশৃঙ্খলা বা দুর্ঘটনা ঘটাতে না পারে, সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এজন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষকে সতর্কতা ও সজাগ থাকতে হবে। কোনো ধরনের আলামত বা শঙ্কা থাকলে অবশ্য প্রশাসনকে অবগত করতে হবে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করতেই দায়িত্ব দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available