• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জামায়াতের ঢাকা জেলার রুকন সম্মেলন অনুষ্ঠিত

১২ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৪৩:৫৫

জামায়াতের ঢাকা জেলার রুকন সম্মেলন অনুষ্ঠিত

সাভার (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ যৌথ শাখার উদ্যোগে রুকন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনের সভাপতিত্বে এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, ঢাকা জেলা উত্তরের আমির মাওলানা আফজাল হোসেন ও জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, নতুন বাংলাদেশে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায় জামায়াত। সারাদেশে নেতাকর্মীরা যে নির্যাতনের স্বীকার হয়েছেন ইমানের পরীক্ষা মনে করে তা ভুলে যেতে হবে।

তিনি আরও বলেন, ইসলামি আন্দোলনের কাজ করতে গেলে বিপদ-মুসিবত আসবেই। তাই প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। ৫ আগস্ট যে স্বাধীনতা অর্জন হলো ছাত্রদের পাশাপাশি অনেকের মধ্যে সেখানে আলেম ওলামাদেরও এতে অবদান রয়েছে।

এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, দ্বীন কায়েমের কাজ সবার আগে প্রাধান্য দিতে হবে। আল্লাহর সাথে অঙ্গীকার করে নেয়া শপথের আলোকে জীবন পরিচালনা করতে হবে। সবাইকে দায়িত্বের সাথে দ্বীন প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, সবাইকে কুরআনের উপর জ্ঞান বাড়াতে হবে, সিরাত গ্রন্থ পড়তে হবে এবং জামাতে নামাজ পড়তে হবে। নিয়মিত তাহাজ্জুতের নামাজ পড়া, আল্লাহর কাছে সুন্দর করে চাওয়া, সর্বোপরি নেক আমলের চর্চা বাড়াতে হবে।

রুকন সম্মেলনে ঢাকা জেলা উত্তর ও দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা শাখার আমির ও সেক্রেটারিসহ জেলার রুকনরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০