ফিরোজ হোসেন, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের ছোট বক্সনগর এলাকায় অবস্থিত একটি সরিষার তেলের কারখানায় ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভেজাল সরিষার তেল তৈরির অপরাধে ওই কারখানার মালিক মো. আল-আমিনকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ এসময় দূষিত পামওয়েল ও রং মিশ্রিত ৪ হাজার লিটার ভেজাল সরিষার তেল জব্দ করে প্রশাসন৷
৯ এপ্রিল রোববার বিকেলে বক্সনগর এলাকায় আল-আমিন ওয়েল মিলস’এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম৷
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ওই কারখানায় দীর্ঘদিন যাবৎ ভেজাল সরিষার তেল তৈরি করে নবাবগঞ্জ ও দেশের বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হয়। এমন সংবাদের ভিত্তিতে আল-আমিন ওয়েল মিলস’এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, আল-আমীন নামের সরিষার মিলসে দূষিত পামওয়েল দিয়ে রং মিশিয়ে সরিষার তেল তৈরি করে বাজারজাত করার অপরাধে, ঐ প্রতিষ্ঠানের মালিক আল-আমিনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৪ হাজার লিটার ভেজাল সরিষার তেল জব্দ করা হয়েছে। নবাবগঞ্জে এ অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available