যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ৫ জন কুখ্যাত মাদক কারবারিকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের দেওয়া তথ্য মতে তল্লাশি চালিয়ে ৪৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
১১ অক্টোবর শুক্রবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা উপজেলার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বিভিন্ন বাড়ি থেকে এসব ফেনসিডিল জব্দ ও মাদক কারবারিদের গ্রেফতার করেন।
গ্রেফতার মাদক কারবারিরা হলো- মো. আলতাফ হোসেন (৫০), মো. আরিফ হোসেন (৩৫), মো. নয়ন হোসেন (২৬), মো. আরিফুল ইসলাম (৪০) ও মো. শফিকুর রহমান ডালিম (৩৪)। অভিযানে ডালিমের বাড়ির চালের ড্রাম থেকে ২৫০ বোতল, আরিফুর হোসেনের বাড়ি থেকে ৬ বোতল ও নয়নের বাড়িতে তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র্যাব, মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশিসহ নিয়মিত অভিযান করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল।
আটক ২নং আসামি আরিফের বিরুদ্ধে ১টি মাদক মামলা, ৪নং আসামি মো. আরিফুল ইসলাম (৩৮) এর বিরুদ্ধে ৩টি মাদক মামলা, ১টি হত্যা চেষ্টা মামলা ও ১টি বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ মোট ৫টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available