জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অপহরণ ও ডাকাতি মামলায় ছালিম উদ্দিনসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
৯ অক্টোবর বুধবার রাতে অভিযান চালিয়ে অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। ১০ অক্টোবর তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার আসামীরা হলেন, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত কছর উদ্দিনের পুত্র ছালিম উদ্দিন (৪৫), গোতগাঁও গ্রামের আব্দুল শহীদের পুত্র জনি মিয়া (২৫) ও রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আবদুল নওয়াফের পুত্র সোহাগ মিয়া (২৫)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মামলার বাদী সারজিদের বাবা আল-আমিন বলেন, আসামীরা আমার ছেলেকে অপহরণ করেছে। আমরা এখনও তাকে উদ্ধার করতে পারিনি। জানি না আমার বাচ্চাটি কোথায় এবং কি অবস্থায় রয়েছে?
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আকন্দ বলেন, অপহরণ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় গ্রেফতার আসামীদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে আসামীদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available