• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাটুরিয়া ঘাটে ইজারার নামে দিনে-রাতে লক্ষাধিক টাকা চাঁদাবাজির অভিযোগ

১১ এপ্রিল ২০২৩ সকাল ১১:৫৬:১১

পাটুরিয়া ঘাটে ইজারার নামে দিনে-রাতে লক্ষাধিক টাকা চাঁদাবাজির অভিযোগ

মো: আনোয়ার হোসেন, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় মহাসড়কের ওপর যানবাহন থামিয়ে প্রতিদিন অবৈধভাবে লক্ষাধিক টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ে একাধিক ট্রাক চালক ও স্থানীয় যানবাহনের চালকরা পার্কিং চার্জ নেওয়ার নামে অবৈধ ভাবে প্রতিদিন লক্ষ টাকা চাঁদাবাজির করেছেন। অভিযোগটি মেসার্স কে.টি.আর এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

জানা যায়, পাটুরিয়া ফেরিঘাটে মিনি টার্মিনাল ও ট্রাক টার্মিনালের পার্কিং চার্জ আদায়ের জন্য ইজারাদার নিয়োগ দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিআইডব্লিউটি ’র নিয়ম অনুসারে ইজারাদাররা শুধুমাত্র টার্মিনালে অবস্থানকারী যানবাহন থেকে পার্কিং চার্জ নিতে পারবে। আর ফেরি পারাপারের জন্য টার্মিনালে অপেক্ষায় থাকা যানবাহনের পাকিং চার্জ আদায় করে সরাসরি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সেই ইজারাকে পুঁজি করে মহা সড়কের পাশে অফিস বসিয়ে টোকেনের মাধ্যমে প্রতি রাতে প্রায় লক্ষাধিক টাকা চাঁদা আদায় করছে মেসার্স কে.টি.আর এন্টারপ্রাইজের মালিক কর্তৃপক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান এবং শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলালউদ্দিন আলাল।

সরেজমিনে দেখা যায়, পাটুরিয়াঘাট এলাকায় মহাসড়কের পাশে অস্থায়ী অফিস বসিয়ে ট্রাক, হ্যালো বাইক ও সিএনজি থেকে সাদা কাগজে হাতে লেখা রশিদের মাধ্যমে পার্কিংয়ের নামে চাঁদা আদায় করা হচ্ছে। ট্রাক থেকে  ১০০  সিএনজি ও হ্যালো বাইক থেকে ১০ টাকা করে আদায় করা হচ্ছে। যা দিন শেষে গিয়ে দাড়ায় প্রায় লক্ষধিক টাকা। এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ ।  রহিম খান  ও আলাল মূল নেতৃত্ব  দিলেও এই চাঁদাবাজির সব কিছু নিয়ন্ত্রণ করছে রহিম খানের দূর সম্পর্কের ভাগনে হেলাল।

সব কিছু  জানার পরেও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন অদৃশ্য কারণে চুপ করে বসে আছে। এ যেন দেখার কেউ নাই। তবে কয়েক জন গাড়ির চালক কিছু দিন  আগে প্রতিবাদ করার চেষ্টা  করেছিলেন। সেই চালকদের এখন আর এ রোডে গাড়ি চলাতে দেওয়া হয় না।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন ট্রাক ড্রাইভার বলেন, ঘাট এলাকা থেকে প্রতিদিন তারা বালু নিয়ে যায় বিভিন্ন এলাকায়।  এজন্য প্রতি বার তাদের বাড়তি ১০০ টাকা গুনতে হয় । এত টাকা দিতে না চাইলে বিভিন্ন ধরণের হুমকি দেওয়া হয়। সিএনজি ও  হ্যাঁলো বাইক চালকরা সড়ক ও জনপথের রাস্তায় দাড়িয়ে লোক উঠা নামা করালেও চাঁদা দিতে হয় রহিম খান ও আলালকে।

এ বিষয়ে রহিম খান ও আলাল চেয়ারম্যানের সাথে মুঠো ফোনে একাধিক বার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মেসার্স কে.টি.আর এন্টারপ্রাইজের ম্যানেজার হেলাল বলেন, আমরা ইজারার এরিয়া থেকেই টাকা উঠাই। গাড়ি থেকে ১০০ টাকা করে নেই না ৫০ টাকা করে নেই। গাড়ি যতবার ঘাটে ঢোকে ততবার নেই।

এ বিষয়ে শিবালয় অফিসার ইনচার্জ শাহ্ নূর এ আলম বলেন, বিষয়টিতে আমি অবগত ছিলাম না। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআইডব্লিউটিএ’র পোর্ট অফিসার এস এম সাজ্জাদুর রহমান বলেন, নিয়ম বর্হিভূত ভাবে কেউ কোনও ইজারা আদায় করতে পারবে না। যদি কেউ নিয়ম বর্হিভূতভাবে ইজারা আদায় করে তদন্ত সাপেক্ষে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০