শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচরে রাত ভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশের টিম। ১২ অক্টোবর শনিবার দিনগত রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
নৌ-পুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১২ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ, আহরণ সম্পূর্ণ নিষেধ এবং মা ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় প্রথম দিনে পদ্মার শিবচর অংশে যৌথ অভিযান চালানো হয়েছে।
রাতভর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৬ কেজি ইলিশ জব্দ এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, নিষেধাজ্ঞার প্রথম রাত ১২টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চাইতে এবারের অভিযান আরো জোরালো করা হবে। যাতে কেউ পদ্মা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available