জামালপুর প্রতিনিধি: ‘আগামী প্রজন্ম কে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
১৩ অক্টোবর রোববার সকালে এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জমায়েত হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবে সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষনিধন, জ্বালানি পুড়িয়ে বায়ু দূষণ, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অস্বাভাবিক প্রাকৃতিক পরিবর্তন ও বিপর্যয় দেখা দিয়েছে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে এখন থেকেই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available