স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট ব্যাটেলিয়নের (৪৮ বিজিবি) বাংলাবাজার বিওপি ও কালাইরাগ বিওপির অভিযানে ৫,৬০০ কেজি ভারতীয় চোরাই পণ্যসহ একটি টাটা ট্রাক ও একটি সিএনজি আটক করা হয়েছে।
১৩ অক্টোবর রোববার আনুমানিক সকাল সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল।
এসময় ৫,৬০০ কেজি ভারতীয় আপেল, ১,৭৫০ কেজি চিনি, ও ২৩ বোতল মদ, ১,৭০০ কেজি বাংলাদেশি রসুন, ১০০ কেজি সুপারি, একটি টাটা ট্রাক এবং একটি সিএনজি আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৭৮, ৫৭, ০০০ (আটাত্তর লক্ষ সাতান্ন হাজার) টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই সকল চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হচ্ছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available