• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

দোয়ারাবাজারে প্রতারণার মাধ্যমে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা

১৪ অক্টোবর ২০২৪ সকাল ১০:৪৭:১৩

দোয়ারাবাজারে প্রতারণার মাধ্যমে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর উপজেলার এরুয়াখাই গ্রামের আবুল কালামের পুত্র শফিকুর রহমান  (৪২) ও ফতেপুর গ্রামের মৃত মান্নান ফকিরের পুত্র জাকির হোসেন (৪০) কে আসামি করে মামলাটি দায়ের করেন এরুয়াখাই গ্রামের মো. নজির আহমদের পুত্র  মো. আব্দুল মোতালেব (৩১)।

মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের ঘনিষ্ঠ ব্যক্তি পরিচয়ে এলাকায় ছাত্রলীগ, যুবলীগ পরিচয় দিয়ে নিরীহ লোককে ফাঁসিয়ে তাদের জায়গা-জমিসহ নগদ অর্থ প্রতারণার মাধ্যমে ভাগিয়ে নিত আসামি শফিকুর রহমান ও জাকির হোসেন। গ্রামের নিরীহ মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক চক্র।

আরও জানা যায়, চাইলড কেয়ার অ্যাকাডেমির সভাপতি পরিচয় দিয়ে এবং ওই অ্যাকাডেমিকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করে তাতে শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে প্রলোভন দেখিয়ে আব্দুল মোতালেব, হুমায়ুন, সুমন মিয়া ও সুখী বেগমের কাছ থেকে জনপ্রতি দেড়লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা এবং যারা বিদ্যালয়ের জায়গা ক্রয়ে অর্থ দিবে তাদের দাতা সদস্য করা হবে বলেও জানিয়েছিল তারা।

এরপর শিক্ষক হিসাবে তাদের নিয়োগ দেয়া হবে বলে প্রচারণা চালায় ওই প্রতারক চক্র। তাদের এই প্রতারণার ফাঁদে পড়ে সরল বিশ্বাসে অর্থ প্রদান করে ভুক্তভোগীর। প্রতারকরা জানায় তাদের ৪ জনের নামে জমি রেজিস্ট্রি করা হয়েছে। পরবর্তীতে স্কুল এমপিওভুক্ত ও চাকুরি স্থায়ী করণের জন্য জনপ্রতি আরও দুই লক্ষ টাকা করে আরো ৮ লক্ষ টাকা আদায় করে ওই প্রতারক চক্র। সরল বিশ্বাসে ও চাকরি স্থায়ী করার আশায় টাকা প্রদান করেন তারা। পরবর্তীতে স্কুলের দলিলের নামজারি করতে দলিল সংগ্রহ করে দেখতে পান ওই প্রতারকচক্র প্রতারণার মাধ্যমে তাদের নামে দলিল সম্পাদন করেছে। চাকরির আশায় সরল বিশ্বাসে ও প্রতারকচক্রকে নগদ অর্থ দিয়ে দিশেহারা তারা। ওই প্রতারকচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ভোক্তভোগীদের।

স্বৈরাচারী সরকারের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালতে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে অভিযোগকারী মো. আব্দুল মোতালেব জানান, প্রতারণার মাধ্যমে শফিকুর রহমান  ও জাকির হোসেন আমাদের ১৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু আমাদের নয় গ্রামের আরও অনেক মানুষকে ঠকিয়েছে তারা। প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।

দোয়ারাবাজার থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফরিদ উদ্দিন বলেন, বর্তমানে মামলাটির তদন্ত চলমান আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০