বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবেশীর গাঁজা খাওয়ার ভিডিও ধারণ করায় এবং তাকে সচেতনমূলক কথা বলায় এশিয়ান টিভির প্রতিনিধি তানভীর আহাম্মেদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মাদকাসক্ত হামলাকারী ওই ব্যক্তির নাম জহুরুল ইসলাম দবির। তিনি বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের সেন্ট পাড়ার ৩নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দার এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
জহুরুল ইসলাম তানভিরের পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী। সে দীর্ঘদিন যাবৎ এই মাদক সেবন করে আসছে। এতে করে আশেপাশের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। মাদক সেবনের জন্য তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বোঝানো হয়েছে। একথা সূত্র ধরে সে বসতবাড়িতে হামলা করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
১২ অক্টোবর শনিবার মাদকাসক্ত জহুরুল ইসলামের ফেসবুক আইডি থেকে আনুমানিক রাত ১টা সময় সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস ছাড়া হয়। স্ট্যাটাসে লিখা থাকে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি নাকি তার কাছে চাঁদা চেয়েছে।
এরপর ১৩ অক্টোবর সোমবার সকাল সাতটায় দবির মুন্সিসহ মাদকাসক্তর ছেলে জহুরুল, বাবু এবং কিছু দুর্বৃত্তসহ বসতবাড়িতে হামলা চালায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এবারসহ ওই প্রতিবেশী দুইবার হামলা করল বসতবাড়িতে।
এতে করে নষ্ট হয়েছে বসতবাড়ির আসবাবপত্র। তাৎক্ষণিকভাবে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানকে বিষয়টি জানালে এসআই জয়নালসহ ঘটনাস্থলে আসেন একদল পুলিশ সদস্য।
সাংবাদিক তানভীর বলেন, বাড়িতে হামলার বিষয়ে শনিবার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি করার জন্য গেলে নেটওয়ার্ক সমস্যার কারণে সাধারণ ডায়েরিটি করা সম্ভব হয়নি। কিন্তু বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিক এর জন্য কঠোর ব্যবস্থা নিবে বলে আশ্বস্ত করেছেন।
ওসি মজিবুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি আশ্বাস দিয়ে বলেন, এর যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। একজন নিষ্ঠাবান সংবাদকর্মী হেয় প্রতিপন্ন হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি তানভীর আহাম্মেদ এ বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available