• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈদ ও পহেলা বৈশাখে ব্যস্ত উল্লাপাড়ার তাঁতপল্লী

১১ এপ্রিল ২০২৩ বিকাল ০৩:০৩:২৯

ঈদ ও পহেলা বৈশাখে ব্যস্ত উল্লাপাড়ার তাঁতপল্লী

আল-আমিন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার তাঁত শিল্পে জড়িত মালিক-শ্রমিকরা সারা বছর অপেক্ষা করেন দু’টি ঈদ ও পহেলা বৈশাখের। ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে উল্লাপাড়ার তাঁতপল্লীগুলো ব্যস্ততা বেড়েছে। চাহিদা অনুযায়ী শাড়ি-লুঙ্গি, পহেলা বৈশাখের শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁত মালিক ও শ্রমিকরা। এখানকার তৈরি শাড়ী স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি করা হচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে। এ উৎসবগুলোকে ঘিরেই তাদের ব্যবসায়ীক লাভের প্রধান উৎস।

করোনার কারণে বন্ধ ছিল প্রায় অধিকাংশ তাঁত শিল্প। ব্যবসায় হয়নি আশানুরুপ। লোকসান পুষিয়ে নিতে এ বছর তাঁতশল্পী কর্মীরা ঈদ ও পহেলা বৈশাখের শাড়ি তৈরিতে এবার ব্যস্ত হয়ে পড়েছেন। বিশাল এ কর্মপ্রস্তুতিতে নির্ঘুম সময় কাটছে তাঁত শ্রমিকদের। ভোর থেকে গভীর রাত পর্যন্ত একাধারে তাঁতযন্ত্রে কাজ করে যাচ্ছেন তারা। কানে বাজে তাঁতের খটখট শব্দ।

একদিকে শ্রমিক সংকট, আরেক দিকে প্রাকৃতিক দূর্যোগের কারণে লোকসান গুনতে গুনতে তাঁত মালিকদের পুঁজির সংকট। নানা প্রতিকুলতার মধ্যেও  ঈদ , পহেলা বৈশাখ ও দূর্গাপূজাকে টার্গেট করে নতুন নতুন ডিজাইনের শাড়ি তৈরির উদ্যোগ নিয়েছেন তাঁত মালিকরা। তাঁত মালিকরা আশা করেছেন দীর্ঘদিনের মন্দা কাটিয়ে তাঁতশিল্প আবারও প্রাণ ফিরে পাবে।

তাঁত শ্রমিকরা বলছেন, ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে গত বছরগুলোর তুলনায় এ বছর ব্যস্ততা বেড়েছে। তবে কাপড় তৈরি করতে যে পরিমাণ মজুরি পাচ্ছেন, তা দিয়ে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। এ পেশায় রোজগার কমে আসায় অনেকে অন্য পেশায় চলে গেছে ।

মন্দা কাটিয়ে এ বছরে ঈদ ও পহেলা বৈশাখে পর্যাপ্ত পরিমাণ কাপড় বিক্রয় করতে পারবে এমনটাই প্রত্যাশা তাতঁ মালিকদের। তারা বলছেন, প্রতিবছর রং-সুতাসহ উপকরণের দাম বাড়লেও কাপড়ের দাম কম থাকায় লোকসান গুনতে হচ্ছে তাদের । তবে  সরকার রং-সুতাসহ উপকরণের দাম কমালে ঘুরে দাঁড়াতে পারবে। সম্ভাবনাময় তাঁতশিল্প রক্ষায় সুতা ও রংয়ের মুল্যহ্রাস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার এমনটিই প্রত্যাশা তাঁতশিল্প সংশ্লিষ্টদের।

এ বিষয়ে বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টার উল্লাপাড়ার ভারপ্রাপ্ত লিয়াজোঁ অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন,  তাঁত মালিকদের সরকারিভাবে ঋণ দিয়ে সহায়তা ও তাঁত শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫