ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ফটিকছড়ির প্রাচীন দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর পরিদর্শন করেছেন বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালেদ হোসাইন। তার আগমনকে কেন্দ্র করে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জামিয়া কর্তৃপক্ষ। মাদ্রাসার ছাত্ররা নানা স্লোগানে স্লোগানে প্রতিধ্বনিত করে অতিথিকে বরণ করে নেয়। বিশেষ করে এই অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করে সম্মানিত করেন জামিয়ার প্রধান মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, জামিয়া ওবাইদিয়া বহু বছর যাবৎ দীনি খেদমত আনজাম দিয়ে আসছে। লক্ষ লক্ষ ছাত্র এ মাদ্রাসা থেকে ফারেগ হয়ে গোটা বাংলাদেশে দীনের খেদমতে নিয়োজিত আছে। এ জামিয়ার শিক্ষকগণ অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ ও গভীর জ্ঞানের অধিকারী আলেমেদ্বীন। উনাদের কাছে থেকে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান বিতরণে আপনারা যে মূল্যবান খেদমত আনজাম দিচ্ছেন ইতিহাসের পাতায় তা সোনার অক্ষরে লিপিবদ্ধ থাকবে।
তিনি আরও বলেন, আমরা অত্যন্ত নাজুক মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমাদের রিজার্ভ নাই। দেশের আইন শৃঙ্খলা অবনতির এমন এক সময় আমরা দায়িত্ব নিয়েছি, আপনাদের সহযোগিতায় আস্তে আস্তে অবস্থার উন্নতি হচ্ছে। পরস্পর ভালবাসা বৃদ্ধি পাচ্ছে। জনগণের আস্থা আমরা অর্জন করতে পেরেছি। আমাদের হাতে বেশি দিন সময় নাই। আমরা দেশ শাসন করতে আসিনি। আগামী দিনে যারা দেশ পরিচালনা করবে তাদের জন্য পথ পরিষ্কার করতে এসেছি।
নানুপুর জামিয়া ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালা উদ্দিন নানুপুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আল্লামা মুঈদ্দীন নিশ্চিন্তাপুরী, আল্লামা রফিক, আল্লামা কুতুবউদ্দিন নানুপুরী, ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক চৌধুরীসহ আরও অনেকেই।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন জামিয়ার পরিচালক মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী। মুনাজাত শেষে জামিয়ার সাবেক পরিচালক কুতুব আলম আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরী রহ. এর কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা। মাদ্রাসার কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে ছাত্রদের পড়াশোনায় মনোযোগী হতে বিশেষ নসিহত করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available