• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজা আজ ও কাল

১৬ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২১:৪৭

শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজা আজ ও কাল

কুমিল্লা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা দেবীর বিদায়ের শেষে এবার দেবী লক্ষ্মীকে ঘরে আনার পালা। তারই ধারাবাহিকতায় আজ-কাল বুধবার ও বৃহস্পতিবার দু-দিন সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার প্রতিটি পূজা মণ্ডপে ও বাসাবাড়িতে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা।

জানা যায়- কোজাগরী শব্দের উৎপত্তি কো জাগতি থেকে। যার অর্থ, কে জেগে আছো। কথিত আছে, কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্ত্যে আসেন তাঁর ভক্তদের আশীর্বাদ করতে। দেবী লক্ষ্মী পার্থিব এবং অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। এই তিথিতে যাঁরা রাত জেগে দেবীর আরাধনা করেন এবং দেবীর আগমনের অপেক্ষায় থাকেন, তাঁরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান।

আরও জানা যায়- পূর্ণিমা তিথি আরম্ভ বুধবার ১৬ অক্টোবর দিবাগত রাত ৮টা ১২ মিনিট ৪৮ সেকেন্ড গতে এবং পূর্ণিমা তিথি শেষ পরদিন বৃহস্পতিবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত এসময়ের মধ্যে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা।

এদিকে, নগরীর মনোহরপুরস্থিত শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মায়ের বাড়িতে শ্রী শ্রী লক্ষ্মী প্রতিমাসহ পূজার নানা উপকরণ সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তারা বলেন, প্রতিমা তৈরির দ্রব্য মূল্যের দাম উর্দ্ধগতি থাকায় প্রতিমার মূল্যও গেলো বছরের তুলনায় বেশি।

অপরদিকে, শ্রী শ্রী লক্ষ্মী প্রতিমা কিনতে আসা সাগর দাশ জানান- গেলো বছরের তুলনায় এ বছর প্রতিমার মূল্য দ্বিগুণ। এরফলে প্রতিমা ক্রয়ের বাজেটের চেয়ে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে প্রতিমা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫