• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:০২:২৪ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:০২:২৪ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লঞ্চ থেকে ঝাঁপ দেয়া সেই যুবকের মরদেহ উদ্ধার

১১ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:১৬:০০

লঞ্চ থেকে ঝাঁপ দেয়া সেই যুবকের মরদেহ উদ্ধার

ফিরোজ মোস্তফা, বরিশাল ব্যুরো: বরিশাল থেকে ঢাকা যাবার পথে চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়া যুবক শেখ রিফাত মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ এপ্রিল সোমবার সকালে হিজলার হাংচর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শেখ রিফাত মাহমুদ সরকারি বিএম কলেজ থেকে সম্প্রতি মাস্টার্স শেষ করে চাকরিতে যোগদানের উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন। তিনি নগরীর কালিবাড়ি রোডের বাসিন্দা আসলাম মাহমুদের ছেলে।

বরিশাল নৌ অঞ্চলের এডিশনাল এসপি হুমায়ুন কবির ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৭ মার্চ রাতে বরিশাল থেকে শুভরাজ-৯ লঞ্চে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন রিফাত। একটি বেসরকারি কোম্পানিতে যোগ দেয়ার উদ্দেশ্যে তিনি ঢাকায় যাচ্ছিলেন। যাত্রাপথে রাতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। ঠিক কি কারণে ঝাঁপ দিয়েছেন, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। লঞ্চের সিসিটিভি ফুটেজ থেকে রিফাতের নদীতে ঝাঁপ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

রিফাতের ভাই শেখ রাফসান মাহমুদ সংগ্রাম জানান, লঞ্চ থেকে নিখোঁজের পর আমরা কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। পরে লঞ্চের সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হই, সে নদীতে ঝাঁপ দিয়েছে।

রিফাতের বাবা শেখ আসলাম মাহমুদ বলেন, বিএম কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছে রিফাত। গত শনিবারই তার চাকরিতে যোগদানের কথা ছিল। শুক্রবারে বরিশাল থেকে শুভরাজ-৯ লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আমিও তার ঝাঁপ দেয়ার ভিডিওটি দেখেছি। সে অনুযায়ী তার সন্ধানে পুলিশ কাজ করেছে। ফলে দ্রুতই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। কি কারণে তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন, এখনও তার কারণ জানা যায়নি।

১১ এপ্রিল বুধবার বাদ জোহর নগরীর বাইতুল মোকরম জামে মসজিদ প্রাঙ্গণে রিফাতের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর মুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বাগেরহাটে বহুতল ভবনে অগুন, নিহত ১,আহত ৪৪
৭ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৮:১৬