• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:২০:৫২

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মাসুম লুমেন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ২৮৫ গ্রাম হেরোইন রাখার অপরাধে আবদুল মালেক (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

১০ এপ্রিল সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুনতাসির আহমেদ এ রায় ঘোষণা করেন। 

আব্দুল মালেক গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে,  ২০২১ সালের ১৭ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার সুন্দরজাহান মোড় এলাকায় হেরোইন বিক্রির সময় আব্দুল মালেককে পুলিশ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা।  এ ঘটনায় পরদিন গাইবান্ধা সদর থানা পুলিশের সহকারি পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) এ্যাডভোকেট মো. ফারুক আহমেদ প্রিন্স বলেন, ‘এ মামলায় দীর্ঘ শুনানী শেষে আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। পরে বিচারক আসামি আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। আদালতের এই রায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পালন করবে। আমি এই রায়ে সন্তুষ্ট হয়েছি।’

রায় শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আদালতের এই রায়ে আইনজীবী হিসেবে আমি অসন্তুষ্ট।’ তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথাও জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫