টাঙ্গাইল প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম ওরফে ভিপি নুর বলেছেন কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে জন্ম দিয়েছি আমরা। সরকারি সরকারি চাকরিতে কোটা একটি বৈষম্য, এটা পরিবর্তন দরকার। রাজনৈতিক দলগুলো যারা গত ৫০ বছর ক্ষমতায় ছিলো, কিন্তু তারা এটার পরিবর্তন করেনি।
তিনি আরও বলেন, যারা লংকায় যায় তারাই রাবণ হয়, যেই সরকারে যায়, পুলিশ বলেন, প্রশাসন বলেন সব তাদের নিয়ন্ত্রণে নেয়। সব কিছুতেই তাদের নিয়মে পরিচালনা করার চেষ্টা করে। শুধু হাসিনার পনেরো বছর না, যে দল ক্ষমতায় ছিলো তারাই এরকম করেছে।
১৬ অক্টোবর বুধবার রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুরের নলিন বাজারে হেমনগর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আয়োজনে পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা যেভাবে নিজেকে আল্লাহ খোদা পর্যায়ে নিয়ে মানুষের উপর যেভাবে জুলুম নিপীড়ন করেছেন, নির্যাতন চালিয়ে দেশে যে একটা রাম রাজত্ব চালিয়েছিলেন, তিনি আল্লাহ-খোদাকেও ভয় করেন নাই। তিনি নিজেকে প্রায় নমরুদের কাতারে নিয়ে গেছিলেন।
এ সময় শাকিলুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান ও বৈষম্য বিরোধী ছাত্র আব্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, তছলিম ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available