• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে ‘বৈসাবি’র বর্ণাঢ্য শোভাযাত্রা

১১ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৩৪:০৫

খাগড়াছড়িতে ‘বৈসাবি’র বর্ণাঢ্য শোভাযাত্রা

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি: আগামীকাল ১২ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হবে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’। ঐতিহ্যবাহী এ উৎসবকে কেন্দ্র করে চাকমা, মারমা, ত্রিপুরা এবং বাঙ্গালীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।  

এ উৎসবকে সামনে রেখে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১১ এপ্রিল মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন বয়সী হাজারো পাহাড়ি-বাঙ্গালি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি একটি মিলনমেলায় পরিণত হয়। চাকমা, মারমা এবং ত্রিপুরার সম্প্রদায় তাদের নিজস্ব পোষাক, বাদ্যযন্ত্র আর বিলুপ্তপ্রায় সাংস্কৃতিক পরিবেশনা মাধ্যমে নেচে, গেয়ে বর্ণাঢ্য করে তোলেন।

বর্ণিল শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খাগড়াছড়ি শহর প্রদক্ষিণ করে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান ও শোভাযাত্রার উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মো: নাইমুল হক, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী , মং সার্কেল রাজা সাচিংপ্রু চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫