নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার উৎপাত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ৭৬৮ জন।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নারায়ণগঞ্জে এ যাবত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, ১৬ অক্টোবর বুধবার পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ৬৮ জন।
নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু মুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন ৭০০ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available