• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪০:৫৯ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪০:৫৯ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নিয়ামতপুরে চাঁদার টাকা না দেওয়ায় পুকুরের মাছ চুরি, গ্রেফতার ৯

১৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৩৩:০৬

নিয়ামতপুরে চাঁদার টাকা না দেওয়ায় পুকুরের মাছ চুরি, গ্রেফতার ৯

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় পুকুরের মাছ চুরির অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদের থানায় গ্রেফতার দেখানো হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামে।

এ ঘটনায় কুন্তইল গ্রামের ২৭ জন নামীয় ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা করেছেন ভুক্তভোগী সুলতান নাসির উদ্দিন। ভুক্তভোগী সুলতান নাসির উদ্দীন হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দেশে বিরাজমান পরিস্থিতিতে আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভুক্তভোগীর কুন্তইল গ্রামের লীজকৃত পুকুর ও ক্রয়সূত্রে কেনা পুকুরে মাছ তোলার ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা না দেওয়ায় ৩ দফায় ৫ লক্ষ টাকার মাছ মেরে নেয় আসামিরা এবং দেশীয় অস্ত্র দিয়ে হুমকি প্রদান করেন চাঁদার টাকা পরিশোধ করার জন্য। গতকাল বুধবার আবারও মাছ ধরা শুরু করলে ভুক্তভোগী বিষয়টি সেনাবাহিনীর সদস্যদের জানালে ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে গ্রেফতার করে। পরে থানায় একটি মাছ চুরি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন ভুক্তভোগী।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মাছ চুরির মামলায় গ্রেফতার ৯ জনকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮


খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৫:০৫