• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৭:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৭:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে বেশি দামে ডিম বিক্রি করায় ২ ব্যবসায়িকে জরিমানা

১৮ অক্টোবর ২০২৪ সকাল ১১:০৮:৩২

সৈয়দপুরে বেশি দামে ডিম বিক্রি করায় ২ ব্যবসায়িকে জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ডিম বেচাকেনার পাকা রশিদ (ভাউচার) না থাকা, যথাযথভাবে সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা না থাকা, সরকার নির্ধারিত মূল্যের বেশিতে ডিম বিক্রি করায় সৈয়দপুরে দুই ডিম বিক্রেতাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার শহরের ঢেলাপীরের রাজ্জাকুল ডিম দোকানকে ২ হাজার ও নুর হক ডিম দোকানকে ৪ হাজার জরিমানা করে নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সামসুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন নীলফামারীর কৃষি বিপণন কর্মকর্তা উম্মে কুলসুম। সহকারী পরিচালক সামসুল আলম বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।

এদিকে ১৭ অক্টোবর বৃহস্পতিবার সৈয়দপুরের বিসমিল্লাহ সবজি বাজার, ঢেলাপীর বাজার এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কে আমরা বাজার তদারকী করেছি। এ সময় অনিয়ম থাকায় দুটি ডিম ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। বাজার তদারকীতে আমাদের এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। অভিযানে প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫