নড়াইল প্রতিনিধি: নড়াইলে ইউনিয়ন পরিষদ সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসাস) নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়৷
মানববন্ধনে বক্তব্য দেন শেখহাটি ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার শেখ, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা কামাল মোস্ত, আউড়িয়ার ওসমান শেখ, শাহাবাদের হুমায়ুন কবীর, কলোড়ার আশিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেনি। তাঁরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণকে সেবা দেন। পরিষদ ভেঙে দিলে ও সদস্যদের অপসারণ করলে, মানুষ সেবা পাবে না। তাই যতদিন মেয়াদ আছে, ততদিন তাঁদের কাজ করতে দিতে হবে। এসময় নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available