• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ বিকাল ০৪:২১:৪২ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ বিকাল ০৪:২১:৪২ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় ১৭০০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

১৮ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৩৬:৩৬

কুমিল্লায় ১৭০০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ১৬,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার বাশমঙ্গল এলাকায় অভিযান পরিচালনা করে মো. নাজমুল হাসানকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ১৬,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামি মো. নাজমুল হাসান (২৫) কুমিল্লা জেলার বুড়িচং থানার আনন্দপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।

র‌্যাব জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি অটোরিকশাটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা জেলাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব সূত্র আরও জানায়, র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাবের কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে অতি দরিদ্র মানুষ ৪ কোটি : জাতিসংঘ
১৮ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:১১:৫৩






চর রাজিবপুরে গৃহবধূ উধাও
১৮ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৪৮:৫৬