নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এই দেশে পাকিস্তান আমল থেকে নির্বাচন হয়েছে, কেউ হারে কেউ জিতে। কোনো দিন কি দেখেছেন, কোনো দলের এমপি-মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে যায়? তাহলে এতো ক্ষমতাধারী, শক্তিশালী, ফ্যাসিস্ট হাসিনা কেনো পালিয়ে গেলো এবং কারা তাকে তাড়ালো? আন্দোলন-সংগ্রাম এমন পর্যায়ে গিয়েছিলো, তিনি বুঝে গেছেন, আমি যদি কিছুক্ষণ থাকি, তাহলে প্রাণে রক্ষা পাবো না। এই জন্যই মূলত দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ঐতিহ্যের দাবিদার একটা রাজনৈতিক দল এবং তার দলের প্রধানমন্ত্রী জনরোষে পালিয়ে গিয়ে নিজের দলটাকে ধ্বংস করে দিয়ে গেছেন, নেতাকর্মীদের ধ্বংস করে দিয়ে গেছেন, তিনি নিজেকে ধ্বংস করে দিয়ে গেছেন।
১৮ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় ফতুল্লা বক্তাবলী ইউনিয়ন পরিষদে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে ইউনিয়ন বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন।
সভায় গিয়াসউদ্দিন আরও বলেন, নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন। এই গডফাদারের দাম্ভিকতা আপনারা দেখেছেন, বিভিন্ন ইউনিয়নের মেম্বার-চেয়ারম্যানদের মাস্তান বানিয়েছিলেন। ২০০১ সালে আমার সাথে নির্বাচনে হেরে যাওয়ার পর যেভাবে পালিয়ে গিয়েছিলেন, এবার দলের পরাজয়ের পর কীভাবে পালিয়ে গেছেন কেউ দেখে নাই। তখন পালিয়েছিলেন পরিবার নিয়ে, এবারও তাই। তাদের নেতাকর্মীদের প্রতি একটুও দরদ নাই। সবাইকে না বলে চলে গেছেন, এমন নেতার পেছনে যারা যায় তারা নির্বোধ ছাড়া আর কি হতে পারে? কীভাবে অর্থ কামাবে আর পাওয়ার দেখাবে এটাই তাদের কাজ ছিলো।
সভায় ফতুল্লা বক্তাবলী ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available