মোহাম্মদ শফিক, জেলা প্রতিনিধি (কক্সবাজার): উঠানের পাশেই কবর। বাহ্যিকভাবে কবরের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকলেও ভেতরের দৃশ্য কিন্তু একেবারেই ভিন্ন। মৃত মানবদেহ শায়িত থাকার বদলে সেখানে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা।
১১ এপ্রিল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ সিপিএসপি (কক্সবাজার ক্যাম্প) একটি আভিধানিক দল মাদকবিরোধী অভিযানকালে দেখা মেলে এমনই অভিনব ঘটনার দৃশ্যের।
ঘটনাটি ঘটেছে কক্সবাজার চকরিয়া উপজেলাধীন কৈয়ারবিল ইউনিয়নস্থ ইসলামনগর গ্রামে।
এসময় র্যাব আব্দু শুক্কুর (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার বসতঘরের উঠানের পাশেই কবর সদৃশ একাধিক জায়গা খুঁড়ে সেখান থেকে উদ্ধার করা হয় বস্তা ভর্তি ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা। গ্রেফতারকৃত শুক্কুর একই এলাকার মৃত ইমাম হোসেনের পুত্র।
র্যাব-১৫ সিপিএসসি ( কক্সবাজার ক্যাম্প) এর অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করার কথা স্বীকার করেন। উদ্ধার মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available