• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৫০:৪৪ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৫০:৪৪ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে সেনাবাহিনীর সহযোগিতায় দখল মুক্ত হলো বন ভূমি

২০ অক্টোবর ২০২৪ সকাল ১০:১৬:২৫

গাজীপুরে সেনাবাহিনীর সহযোগিতায় দখল মুক্ত হলো বন ভূমি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় বন বিভাগের জমি জবর দখল করে গড়ে তোলা বাড়ি ভেঙ্গে জবর দখল মুক্ত করেছে বন বিভাগ। এসময় ৪ জনকে আটক করে আদালতেও সোপর্দ করা হয়।

১৯ অক্টোবর শনিবার সকালে সেনাবাহিনীর একটি দলের সহযোগিতায় রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানার নেতৃত্ব এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জবর দখল উচ্ছেদ অভিযানে বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জের আওতাধীন সকল বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা জানান, রাজেন্দ্রপুর রেঞ্জের আওতাধীন মনিপুর বিটের মনিপুর এলাকায় পিরুজালীর আমিনুল ইসলামের ছেলে সুমন মাহমুদ বনের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে। তার দখল করা জমির সিএস ৬৯৬ আর এস ৮০১ এবং তার দখল জমির পরিমাণ ছিল ০.০৩ একর। বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ক্রমাগত বিভিন্ন ভাবে সে হুমকি ধমকি  দিয়ে যাচ্ছিল। সেনাবাহিনীর একটি টিমের সহযোগিতায় আমরা বন বিভাগ জবর দখল মুক্ত করি। এসময় ৪ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও পল্লি বিদ্যুতের লোকজন এনে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। জবর দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকার কথাও বলেন এই বন কর্মকর্তা।

প্রসঙ্গত, রাজনৈতিক অস্থিরতার সুযোগে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে কোণঠাসা করে রেখে ৫ আগস্ট থেকে গাজীপুরে চলছে বন দখলের মহোৎসব। বন দখল উচ্ছেদে নিয়মিত অভিযানে গেলে রাজেন্দ্রপুর রেঞ্জের আওতাধীন মনিপুর বিট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নয়াপাড়া এলাকায় গেলে তাদের উপরও অতর্কিত হামলা চালায় ভূমিদস্যুরা। এবিষয়ে জয়দেবপুর থানায় একটি মামলাও করা হয়েছে। পরিবেশবাদীদের অভিমত বন দখলের এই মহোৎসব এখনই থামানো না গেলে বন ভূমি সংকটে ভুগবে দেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিবচরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৪৯:৫০









ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮